-----^^^^^^----আজ অথবা কাল-----^^^^^^---- -----^^^^^^----তুবাউল জান্নাত মৌ-----^^^^^^---- তোর ভালোবাসা তুই ডিব্বায় ভর খানিক ঢাল খানিক রাখ, জায়গায় অজায়গায় না ঢেলে বুঝেশুনে ঢাল নয়ত বিপদে পরবি আজ অথবা কাল! তোর ভালোবাসা তুই রাখ বুকেপিঠে করে রাখ না মনেবনে রাখ আমার তাতে কি? তোর পাতলা প্রেমে আমি তরল হইনা তোর ভালোবাসা ডিব্বায় রাখ কিছু নিজের জন্যই না হয় থাক তুই বিপদে পরবি আজ অথবা কাল! এই যথাতথা ভালোবাসায় ভাসিস যেখানেসেখানে ঢলে পড়িস এই ভালোবাসায় তোর কাল হবে তুই পরবি বিপদে আজ অথবা কাল!